চাঁদপুরের কচুয়ার তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যালয় মাঠে সুন্নী মহা-সম্মেলনে জনপ্রিয় বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত্ব তাহেরীর সুন্নী মহা-সম্মেলনে ভক্তদের ঢল নেমেছে।
রোববার (১৪ মার্চ) বিকেলে সুন্নী মহাসম্মেলনে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
প্রধান বক্তা হিসেবে বয়ান ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন, বি-বাড়িয়া ফয়েজীয়া দরবার শরীফের পীর আলোচিত বক্তা মুফতী গিয়াস উদ্দিন আত্ব-তাহেরী।
সভাপতিত্বে করেন এনায়েতপুর দরবার শরীফের গদ্দিনিশীন পীর আলহাজ¦ হযরত মাও. গোলাম গাউছ আল কাদ্বরী আশরাফী।
বিশেষ বক্তা হিসেবে বয়ান রাখেন, কুমিল্লা সংহাই কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাও. মো: জামাল উদ্দিন আরেফীন হেলালী, ঢাকা মোহাম্মদপুর আল নূরানী জামে মসজিদের খতিব হযরত মাও. সাহাব উদ্দিন সালেহী,মেঘদাইর ফাজিল ডিগ্রি মাদরাসার আরবী প্রভাষক হযরত মাও. গোলাম নেওয়াজ আল কাদ্বরী ও দারাশাহী তুলপাই নেছারীয়া জামে মসজিদের খতিব মাও. আ: শহীদ।
মাহফিলটি যৌথ সঞ্চালনায় ছিলেন মাওলানা সোলেমান কাফি, মাওলানা ওসমান গনি ফারুকী ও মাওলানা জুনায়েদ আহম্মেদ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ, সাবেক চেয়ারম্যান সামছুদ্দিন মুন্সী, ইউপি সদস্য খাজা, সাবেক ইউপি সদস্য আ: হালিম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন সুমন, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ইখতিয়ার উদ্দিন বাদশা, মো: আজাদ, যুবলীগ নেতা মোস্তফা কামাল,ইসমাইল হোসেন ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন পাটওয়ারী দুলাল প্রমূখ।
চাঁদপুরনিউজ/এমএমএ/