কচুয়া প্রতিনিধি=
কচুয়ার রহিমানগরের গোহট গ্রামে তুচ্ছ ঘটনায় মা-মেয়ের উপর হামলা করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল শুক্রবার সকালে গোহট গ্রামে হামলার এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছে- ওই গ্রামের আব্দুল মুনাফের স্ত্রী বিলকিছ বেগম (৩৫) ও তার মাদ্রাসা পড়–য়া মেয়ে রুমা আক্তার (১৬)। আহতরা বর্তমানে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গোহট গ্রামের অধিবাসী আব্দুল মুনাফ ও তার ভাই মীর হোসেনের সাথে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে পাশ্ববর্তী লক্ষীপুর গ্রামে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে মীর হোসেনের পক্ষ নিয়ে চাপাতলী গ্রামের দ্বীন ইসলাম ওরফে জিন্নার নেতৃত্বে স্থানীয় বখাটে ইকবাল, সফিক, নাসির, শরীফ, রিয়াদ এসে অতর্কিতভাবে আব্দুল মুনাফকে মারধর শুরু করে এবং তার বাড়ি ঘর ভাংচুর করে। এসময় তার ডাকচিৎকার শুনে মুনাফের স্ত্রী বিলকিছ ও মেয়ে রুমা ঘটনাস্থলে আসলে বখাটেরা তাদের উপর দেশীয় অস্ত্র-স্বস্ত্র দিয়ে হামলা করে। পরে স্থানীয় লোকজন ছুটে এসে তাদের গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে বিলকিছ বেগমের অবস্থা আশংকাজনক। এ ঘটনায় আহত পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে এলাকাবাসী জানিয়েছে, গোহট গ্রামের নীরিহ আব্দুল মুনাফ দীর্ঘদিন প্রবাসে থাকার পর ৮ বছর পূর্বে দেশে চলে আসে। চাপাতলী গ্রামের বহু অপকর্মের হুতা দ্বীন ইসলাম কারনে অকারনে মুনাফের পরিবারের উপর বিভিন্ন সময় হামলা ভাংচুর করে ব্যাপক ক্ষতিসাধন করে।
শিরোনাম:
মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।