সাইফুল ইসলাম সুমন, কচুয়া প্রতিনিধি ॥
বিশ্বব্যাপী করোনা ভাইরাসে প্রভাবে কর্মহীন হয়ে পড়া চাঁদপুরের কচুয়ায় গৃহবন্দি, গরীব ও অসহায় শতাধিক পরবিারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার তেতৈয়া মাষ্টার রিয়াজ উদ্দিন ফাউন্ডশনের উদ্যোগে অসহায়দের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক ডা: আবু ইউসুফ মজুমদার। কচুয়া উপজেলার তেতৈয়া গ্রামে দিনমজুর, রিক্সা-সিএনজি চালক, হতদরিদ্র ও ভিক্ষুকের মাঝে ইফতার সামগ্রী, জীবানুনাশক সাবান, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়।
এসময় সমাজসেবক আবু জাফর মজুমদার, ছাত্রলীগ নেতা মানিক চাঁন, রবিউল আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।