
চাঁদপুরের কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়নের মালিগাঁও গ্রামের জনৈক আঃ মুবিনের মেয়ে (১৭) ধর্ষন ঘটনার শিকার হয়েছে।
জানা যায়, ইদুল ফিতরের দিন (২৫মে) সোমবার রাত অনুমান সাড়ে ১০টার দিকে জান্নাত তার প্রেমিক একই গ্রামের পাভেল নামে এক যুবকের সাথে বসত ঘরের পাশে একটি স্থানে তারা দু”জনে কথা বলছিলো।এ সময় পাশাপাশি বাড়ির মন্টুর ছেলে আঃ কাদের (৩০) ও মিরাজ নামে ১৫ বছরের এক ছেলে প্রেমিক জুটিকে জিম্মি করে তাদের উভয়ের ছবি মোবাইল ক্যামরায় বন্ধি করে। এক পর্যায়ে তারা প্রেমিক পাভেলকে বেঁধে কিশোরীকে পালাক্রমে ধর্ষন করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে খবর পেয়ে বুধবার (২৭মে) দুপুরের পূর্বে সাচার ফাঁড়ি থানার পুলিশ সরজমিনে গিয়ে জান্নাতকে ফাঁড়িতে নিয়ে আসে। এ ব্যাপারে দরিদ্র জান্নাতের পিতা মুবিন ওই দুই ধর্ষনকারীকে বিবাদী করে মামলার প্রস্তুতি এবং জান্নাতকে ডাক্তারী পরিক্ষার জন্য কার্যক্রম চলছে বলেও ফাঁড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হানিফ এ প্রতিনিধিকে জানান এবং বিষয়টি নিশ্চিত করেন।