কচুয়া প্রতিনিধি
কচুয়া উপজেলার শুয়ারোল দিঘীর পাড় গ্রামের অধিবাসী আবুল কালামের স্ত্রী দুলুফা বেগমের অবৈধ পরকিয়া ও উশৃঙ্খল চলা ফেরায় বাধা দেয়ায় গ্রামবাসীকে উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় লোকজনের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার শুয়ারোল গ্রামের অধিবাসী সাবেক ইউপি সদস্য দুধ মিয়া মেম্বারের ছেলে চাচা সম্পর্ক ইউসুফ (৪৫)’র সাথে ওই নারীর দীর্ঘদিন পরকিয়া চলে আসছিল। ঘটনার দিন গত বুধবার রাত ১০ টায় ইউসুফকে ঐ মহিলার সাথে সন্দেহভাজন অবস্থায় দেখতে পায় এলাকা বাসী। এ নিয়ে স্থানীয় ভাবে দু’দিন পর শালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। শালিশে ইউসুফ ওই নারীর সাথে সখ্যতার ঘটনা সতত্যা শিকার করলে শালিশীগণ ইউসুফ ও তার সহযোগী মকবুল হোসেনের কাছ থেকে মুচলেকা দিয়ে ভবিষ্যতে এরূপ কর্মকান্ডে জড়িত থাকবেনা মর্মে অঙ্গীকার করলে তাদের ছেড়ে দেয়া হয়। পরে সু-চতুর মহিলা দুলুফা বেগম বাদী হয়ে চাঁদপুরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে একই গ্রামের মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে জামাল হোসেন (৩৮), মোঃ কামাল হোসেন (৩২), মৃত- আইয়ুব আলীর পুত্র জমির আলী (৩২), মৃত- সাহেব আলীর পুত্র মিজানুর রহমান (৪০) ও জমির আলীর স্ত্রী আছমা বেগম (২৮) এর বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন। যার মামলা নং ১৭/২০১৪।
নাম প্রকাশে অনিশ্চুক এলাকাবাসী জানিয়েছেন, দুলুফা বেগম এলাকায় দীর্ঘদিন ধরে পরকিয়াসহ উশৃঙ্খল ভাবে চলাফেরা করছে। কেউ তার অন্যায়ের প্রতিবাদ জানালে তাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও হুমকি ধমকি প্রদর্শন করে। এ দিকে এলাকাবাসী দুলুফা বেগমের অন্যায় অত্যাচার থেকে পরিত্রান পেতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।