কচুয়া(চাঁদপুর)সংবাদদাতা: চাঁদপুরের কচুয়ায় পালাখাল গ্রামে পানিতে ডুবে মুনতাসির নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার বিকালে উপজেলার পূর্ব সহদেবপুর ইউনিয়নের পালাখাল দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে। সে একই গ্রামের শাহপরান হোসেনের ছেলে।
পরিবারিক সূত্রে জানা যায়- শনিবার বিকালে বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সাথে মুনতাসির খেলা করছিল। খেলার এক পর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশর্^বর্তী খালে পড়ে যায়। তাকে দেখতে না পেয়ে সবাই খুঁজতে বের হয় এবং অনেক খোজঁখুজির এক পর্যায়ে তাকে খালে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ফুটফুটে চেহারার অধিকারী শিশুটির মৃত্যুতে তার মা-বাবার আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠে। শিশুটির মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।
চাঁদপুরনিউজ/এমএমএ/