আবু সাঈদ,
আসন্ন ঈদুল আযহার পরের দিন কচুয়ায় ব্যাপক আয়োজনে উপজেলা পরিষদের উদ্যোগে পালিত হচ্ছে ঈদ আনন্দ উৎসব। এ আনন্দ উৎসব পালনের প্রধান উদ্যোক্তা উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির। বুধবার বিকালে কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশিরের সভাপতিত্বে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়। এ সভায় বক্তব্য রাখেন-কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল হাই মুন্সী, কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহ মোঃ জালাল চৌধুরী, আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, সাচার ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরুল আমিন, পালাখাল রুস্তম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিল্লাল হোসেন মোল্লা, রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মনিরুজ্জামান, চাঁদপুর এম.এ খালেক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, কচুয়া পল্লী বিদ্যুতের ডিজিএম জাকির হোসেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, সাচার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বটু কৃষ্ণ, পালাখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদ উল্ল্যা পাটওয়ারী, রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন পাটওয়ারী, কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সন্তোষ চন্দ্র সেন, কচুয়া উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক কবির হোসেন, কচুয়া উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রিয়তোষ পোদ্দার, কচুয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মোফাচ্ছেল হোসেন খান ও কচুয়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হাবিব মজুমদার জয় প্রমুখ। ঈদ আনন্দ উৎসব পালন করার জন্য কর্মসূচীর মধ্যে রয়েছে সাইক্লিং প্রতিযোগিতা সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী সভা। বিভিন্ন প্রতিযোগিতায় ক ও খ গ্রুপে স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রী অংশ নেয়া ছাড়াও কৃষক, শ্রমিক, শিক্ষক, সরকারি কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহনের সুযোগ পাবে। ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহন করার জন্য ১৭ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত ফরম পূরন করে জমা দিতে হবে। উল্লেখযোগ্য প্রতিযোগিতা হচ্ছে-সাইক্লিং। এ প্রতিযোগিতাটি কালিয়াপাড়া থেকে শুরু হয়ে সাচার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীকে যথাক্রমে ২০ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে।
শিরোনাম:
শনিবার , ২৮ মে, ২০২২ খ্রিষ্টাব্দ , ১৪ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।