বিশেষ প্রতিনিধি
গত শুক্রবার ভোররাতে কচুয়া উপজেলার শংকরপুর মৃধা বাড়িতে বিষ প্রয়োগে পুকুরের মাছ নিধনের ঘটনা ঘটে। এতে পুকুরের ছোট-বড় কার্পু জাতীয় মাছ মারা গিয়ে প্রায় ২ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করে।
জানা গেছে, উপজেলার পূর্ব সহদেবপুর ইউনিয়নের শংকরপুর গ্রামের অধিবাসী কৃষক নূরুল আমিন মৃধা বাড়ির পাশে একটি পুকুর সন মেয়াদী নিয়ে প্রায় দু�বছর যাবৎ মাছ চাষ করে আসছে। শুক্রবার ভোর রাতে কে বা কারা শত্রুতার জের ধরে তার পুকুরে বিষ প্রয়োগ করে। ক্ষতিগ্রস্ত নূরুল আমিন মৃধা জানান, বিভিন্ন এনজিও ও আত্মীয় স্বজনদের কাছ থেকে টাকা পয়সা ধার এনে পুকুরে বিনিয়োগ করি। সব হারিয়ে এখন তার পথে বসতে হবে বলেও তিনি জানান। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।