স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের কচুয়া উপজেলা থেকে ফরহাদ(২৫) নামে মাদক মামলার এক আসামী পুলিশের হ্যান্ড কাপসহ পালিয়ে গেছে। এ ঘটনায় পুলিশ আসামীর পিতাকে আটক করেছে। মঙ্গলবার চাঁদপুরের কচুয়া পৌরসভার কড়ইশ গ্রামে এ ঘটনা ঘটে। থানা সুত্রে জানা যায় চাঁদপুরের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ওইদিন করইশ গ্রামের মফিজ উদ্দিনের ঘরে অভিযান চালিয়ে মাদক মামলার আসামী ফরহাদকে ১০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। এসময় পুলিশের সাথে ধস্তাধস্তি করে এক পর্যায়ে হাতকড়া (হ্যান্ডকাপ)পরিহিত অবস্থায় আসামী ফরহাদ দৌড়ে পালিয়ে যায় । পুলিশ ফরহাদের পিতা মফিজউদ্দিনকে গ্রেফতার করে । কচুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মাহবুবুর রহমান জানান সন্ধ্যা ৭টা পর্যন্ত আসামী ফরহাদকে গ্রেফতার করা যায়নি তবে গ্রেফতারের চেষ্টা চলছে।