আবু সাঈদ, কচুয়াঃ
কচুয়া পৌরসভা নির্বাচন উপলক্ষে মেয়র, সংরক্ষিত আসনে কাউন্সিলর ও সাধারন ওয়ার্ডের কাউন্সিলর পদ প্রার্থীদের সাথে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃস্পতিবার উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ আবদুস সবুর মন্ডল ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চাঁদপুরের পুলিশ সুপার সামসুন্নাহার। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, নির্বাচন আচরন বিধি বঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। যে প্রার্থীর কর্মকান্ডের দ্বারা নির্বাচনের সুষ্ঠ পরিবেশে বিঘœ ঘটবে প্রয়োজনে ওই প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে। সুষ্ঠ নির্বাচন করার স্বার্থে সকল আইনী ব্যবস্থা প্রয়োগ করা হবে। এ মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা নির্বাচন অফিসার আতাউর রহমান, কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পুলক কুমার মন্ডল, কচুয়া উপজেলা নির্বাচন অফিসার মোঃ আনোয়ার হোসেন, সিনিয়র এএসপি সার্কেল (হাজীগঞ্জ) আব্দুল হানিফ ও কচুয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইব্রাহিম খলিল।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৮ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।