সাখাওয়াত হোসেন মিথুন, চাঁদপুর প্রতিনিধি:
কথায় আছে অতি চালাকের গলায় দড়ি, প্রতি হাটে-টানাটানি এমনি এক রূপ কথার গল্পের মত প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে এলাকাবাসীর তোপের মুখে অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হলেন শেফালি বেগম নামে চাঁদপুরের কচুয়া উপজেলার এক ইউপি মেম্বার।
সরেজমিন গিয়ে ও স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের দারাশাহী তুলপাই গ্রামের অধিবাসী জাকির হোসেনের শিশু পুত্র শাকিলের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে একই বাড়ীর সিএনজি চালক মোস্ত্মফা কামালের স্ত্রী স্থানীয় ইউপি সদস্যা শেফালি বেগমের ছেলে আঘাতের বাক বিতন্ডা হয়। ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে সু-চতুর ওই মহিলা মেম্বার শেফালি বেগম নিজের গৃহে থাকা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বারাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খাঁন আলমগীর এমপির ছবি ভাংচুর করে কয়েকজনকে বিবাদী করে থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে কচুয়া থানা পুলিশ ঘটনার পরের দিন সকালে তদন্ত্মে যান। ঘটনা স্থলে এলাকার শত শত নারী -পুরম্নষ সমবেত হয়ে ওই মহিলা মেম্বার শেফালি বেগম ও তার স্বামী মোস্ত্মফা কামালের বিপক্ষে স্বাক্ষী দেয় এবং একই সাথে মিথ্যা ঘটনা সাজানোর দায়ে তাদের দৃষ্টান্ত্মমূলক শাস্ত্মির দাবী জানান।
এদিকে ওই ঘটনাকে কেন্দ্র করে গতকাল ৩০ সেপ্টেম্বর রবিবার বিকেলে দারাশাহী তুলপাই গ্রামের কয়েকশ লোকজন মহিলা মেম্বার শেফালি বেগম তার স্বামী মোস্ত্মফা কামাল ও দেবর ইসমাইলের গ্রেফতারের দাবী করে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করে। প্রতিবাদ মিছিল চলাকালীন সময়ে মহিলা মেম্বার শেফালি বেগমের পক্ষের কতিপয় লোকজন বিক্ষোভকারীদের ধাওয়া করে। খবর পেয়ে কচুয়া থানার ওসি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানীয় বিক্ষোভকারীদের তোপের মুখে মহিলা মেম্বার শেফালি বেগমকে আটক করে কচুয়া থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, আটককৃত মহিলা মেম্বার থানায় মিথ্যা অভিযোগ করে স্থানীয় লোকজনদের হয়রানি করছে। তিনি আরো জানান, এলাকাবাসীর বিক্ষোভ ও তোপেরমুখে তাকে আটক করে থানায় নিয়ে আসি।
শিরোনাম:
শনিবার , ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।