কচুয়ায় পরকীয়া প্রেমের টানে জুগল প্রেমিক ঘর ছেড়েছে বলে এলাকায় গুঞ্জন উঠেছে। গত রবিবার উপজেলার সদর দক্ষিণ ইউনিয়নের হোসেনপুর গ্রামে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে।
সরেজমিনে জানা গেছে- উপজেলার হোসেনপুর গ্রামের অধিবাসী মৃত আ: রবের পুত্র ইব্রাহীম হোসেন সাগর (৩০) সম্প্রতি একই বাড়ীর ভ্রাতুষ্পুত্র শাহজালালের বিয়েতে উকিল পিতা হন। বিয়ের কিছুদিন পর শাহজালাল অর্থকরী উপর্জনের জন্য প্রবাসে পাড়ি জমান। এ সুবাদে উকিল পিতা ইব্রাহীম হোসেন সাগর উকিল মেয়ে হাবীবা আক্তারের গৃহে যথেচ্ছাভাবে যাওয়া আসা করতো। এক পর্যায়ে হাবীবা আক্তারের স্বামী শাহজালালের অনুপস্থিতিতে ইব্রাহীম হোসেন তার সাথে সখ্যতা গড়ে তোলে বলে স্থানীয় লোকজন জানায়। সখ্যতার এক পর্যায়ে তারা উভয়ে প্রেমের জালে হাবুডুবু খেয়ে গত রবিবার (৩১ শে আগস্ট) অজানার উদ্দেশ্যে ঘর ছেড়ে উধাও হয়ে যায় বলে এলাকায় ব্যাপক গুঞ্জন উঠেছে। ঘটনার ১০দিন অতিবাহিত হতে চললেও তাদের দু’জনের অদ্যাবধিও সন্ধান মিলেনি। নাম প্রকাশে অনিশ্চুক স্থানীয় একাধিক লোকজন জানান- লম্পট ইব্রাহীম হোসেন সাগর ইতিপূর্বে দু’টি বিয়ে করে। ১ম স্ত্রী ক’বছর পূর্বে এক সন্তান সাথে নিয়ে তার সংসার ছেড়ে পিত্রালয়ে চলে যায়। বর্তমানে তার ঘরে রয়েছে দ্বিতীয় স্ত্রী। এ ব্যাপারে ইব্রাহীম হোসেনের এক ভাগিনা জানান, আমার মামা ইব্রাহিম হোসেন গত কয়েকদিন বাড়িতে নেই এটি সত্য। কিন্তু কাউকে নিয়ে উধাও হয়ে গেছে কিনা তা আমাদের জানা নেই।
শিরোনাম:
শনিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।