প্রতিনিধি =
সম্প্রতি প্রেমের টানে প্রেমিকের হাত ধরে পালিয়েছে কচুয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের কোয়া গ্রামের শ্রীকৃষ্ণ চন্দ্র দাসের স্ত্রী তিন সন্তানের জননী শিখা রাণী দাস (৫০)।
ঘটনার বিবরণে জানা যায়, শিখা রাণী দাস গত ২৫ সেপ্টেম্বর ২ ছেলে ও ১ মেয়ে স্বামী সংসার ফেলে রেখে বাড়ি থেকে চলে যায়। বহু খোঁজাখুঁজির পরেও কোথাও পাওয়া যায়নি বলে তার স্বামী শ্রীকৃষ্ণ দাস কচুয়া থানায় একটি জিডি করেন। জিডি নং-১১০৬, তারিখ-২৮/০৯/২০১৩খ্রিঃ। খোঁজাখুঁজি করে স্বামী শ্রীকৃষ্ণ দাস জানতে পারে তার স্ত্রী প্রেমিকের হাত ধরে পালিয়েছে। শ্রীকৃষ্ণ আরো জানায়, কচুয়া উপজেলার নলুয়া বাজারে শিখা রাণী দাস ঝাঁড়–দারের কাজ নেয়। সেখানে একই উপজেলার দৌলতপুর গ্রামের জাহাঙ্গীর নামে এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বর্তমানে শিখা রাণী দৌলতপুর গ্রামের জাহাঙ্গীরের সাথে ঘর সংসার করছে বলে তার স্বামী শ্রীকৃষ্ণ এ প্রতিনিধিকে জানায়।
শিরোনাম:
রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।