খোরশেদ আলম শিকদার ঃ
কচুয়ায় বুধুন্ডা উত্তর পারা গ্রামের বিল্লাল হোসেন প্রধান (৪০) শুক্রবার সকালে বজ্রপাতে নিহত হয়েছে। তার পিতার নাম জাফর আলী প্রধান। বাদজুম্মা জানাযা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়েছে। মৃত্যুকালে তিনি ৩ কন্যা ও ১ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানাযায়, বিল্লাল হোসেন গরুর জন্য ঘাষ কাটতে বাড়ির পূর্ব দিকের তেতৈয়া নামক বিলে যায়। এসময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এক পর্যায়ে বিল্লাল বজ্রপাতে মারা যায়। ঘাষ কেটে বিল্লাল বাড়িতে যেতে বিলম্ব দেখে তার বাবা বিল্লালকে খুজতে থাকে। এক পর্যায়ে বাড়ির পূর্ব পাশে বিলে তার ভাসমান লাশ দেখতে পেয়ে বাড়িতে নিয়ে আসে।