কচুয়া প্রতিনিধি
কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের লৈয়ামেহের গ্রামের মৃত আঃ ওহাবের পুত্র বহু অপকর্মের মূল হোতা সন্ত্রাসী সেলিমকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কোমরকাশা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ত্রাসী সেলিম ২০০১ সালের নির্বাচনের পরে লৈয়ামেহেরসহ আশপাশের গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা-নির্যাতন ও ব্যাপক চাঁদাবাজি করে। তার ভয়ে ওই সময়ে কেউ অভিযোগ করতে সাহস পায়নি। এছাড়া গত ২০ জানুয়ারি তার চাচা মন্তাজ উদ্দিন ও তার পরিবারের লোকজনের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে গুরুতর আহত করার অপরাধে মন্তাজ উদ্দিনের পুত্র মেহেদি হাসান বাদী হয়ে কচুয়া থানায় একটি মামলা দায়ের করেন। যার নং ০৭ তারিখ ২২-১-২০১৪।
সন্ত্রাসী সেলিম গ্রেফতারের বিষয়ে কচুয়া থানার সেকেন্ড অফিসার এসআই সাদেকুর রহমান জানান, গ্রেফতারকৃত সেলিমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।