প্রতিনিধি
কচুয়ায় বাল্যবিয়ে দেয়ার চেষ্টায় কনের মামা, ভাই ও দুলাভাইসহ ৩ জনের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়া আহমেদ সুমন এ জরিমানা রায় দেন।
জানা গেছে, কচুয়া পৌরসভাধীন কড়ইশ গ্রামের শাহআলমের কন্যা ও হযরত শাহ নেয়ামত উচ্চ বিদ্যালয়ের আসন্ন এসএসসি পরীক্ষার্থী নাসরিন আক্তারকে (১৪) পার্শ্ববর্তী কুমিল্লার চান্দিনা উপজেলার কৈলাইন গ্রামের আব্দুর কাদেরের (২৮) সাথে গতকাল মঙ্গলবার পূর্ব প্রস্তুতি অনুযায়ী বিয়ের আয়োজন করে। বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমন স্থানীয় পুলিশ প্রশাসন নিয়ে কনের বাড়ি ঘটনাস্থলে যান।
এসময় তিনি বাল্যবিয়ের দেয়ার চেষ্টার ঘটনা প্রমাণিত হওয়ায় কনের ভাই সাদ্দাম হোসেন, মামা তাফাজ্জল হোসেন তপু ও ভগ্নীপতি তোফাজ্জল হোসেনকে তার কার্যালয়ে নিয়ে আসেন। পরে বাল্যবিয়ে নিরোধ আইনে উভয়কে ১ হাজার টাকা করে ৩ হাজার টাকা জরিমানা আদায় করে এবং ওই স্কুল ছাত্রীকে বিয়ের উপযুক্ত না হওয়া পর্যন্ত বাল্য বিয়ে থেকে বিরত থাকবে মর্মে মুচলেকা দিলে তাদের ছেড়ে দেয়া হয়।
শিরোনাম:
বুধবার , ৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।