সাখাওয়াত হোসেন শামীম, হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা :চাঁদপুরের কচুয়া ভাতিজিকে বাল্য বিয়ে দেয়ার চেষ্টা করায় চাচা মোস্ত্মফা কামাল (৩৮) এর ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও মা শাহিন বেগমের ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গত (বুধবার) দুপুরে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়া আহমেদ সুমন এ রায় প্রদান করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার আশ্রাফপুর গ্রামের প্রবাসী জাফর মিয়া স্কুলে পড়ুয়া মেয়েকে একই উপজেলার খাজুরিয়া লক্ষ্ণীপুর গ্রামের আঃ জলিলের পুত্র মাদ্রাসা শিক্ষক জামাল মিয়ার সাথে পূর্ব প্রস্তুুতি অনুযায়ী আজ বিয়ের আয়োজন চলছিল।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমন ও কচুয়া থানার উপ-পরিদর্শক এসআই রফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মেয়ের মা শাহিন বেগম ও চাচা মোস্ত্মফা কামালকে আটক করে থানায় নিয়ে আসে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাল্য বিয়ে নিরোধ আইনের ১৯২৯ এর ৬ ধারায় তাদের এ সাজা দেয়া হয়।
শিরোনাম:
সোমবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৫ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।