প্রতিনিধি
কচুয়ায় ইউএনও, পুলিশ ও স্থাণীয় ইউনিয়ন পরিষদ চেয়াম্যানের হস্তক্ষেপে রুমা আক্তার (১৬) নামের এক মাদ্রাসার ছাত্রী বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার বজরীখোলা গ্রামে এঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার ১নং সাচার ইউনিয়নের বজরীখোলা গ্রামের স্বর্ণকার আঃ রাজ্জাকের মাদ্রাসা পড়–য়া মেয়ে রুমা আক্তারের সাথে পাশ্ববর্তী বাড়ীর আঃ রহমানের পুত্র হুমায়ন কবিরের (২২) সাথে দু পরিবারের ইচ্ছা অনুযায়ী গতকাল বিয়ের আয়োজন করে। খবর পেয়ে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমনের নির্দেশে সাচার পুলিশ ফাড়ির এসআই মোবারক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বাল্য বিয়ের কুফল সম্পর্কে বুঝিয়ে এ বিয়ের আয়োজন বন্ধ করে দেয়।