উপজেলা সংবাদদাতা : কচুয়ায় জান্নাত আক্তার (১৬) নামের এক কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। সে উপজেলার পৌরসভাধীন কুটিয়া গ্রামের মৃত অলি উল্যাহর মেয়ে।
ধর্ষণের শিকার কিশোরী জানায়, বাবা-মা মারা যাওয়ায় নানার বাড়িতে বড় হয়েছে সে। সংসারের অভাব অনটনে সে ঢাকার একটি বাসাবাড়িতে গৃহপরিচালিকার কাজ করতো। বুধবার (৩ ফেব্রয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে ঢাকা থেকে কচুয়া হয়ে বাড়ি ফেরার পথে কুটিয়া এলাকায় আসলে একদল অজ্ঞাত যুবক তাকে জোরপূর্বক কুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।
স্থানীয়রা মেয়েটির চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে প্রথমে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে তার অবস্থার অবনতি দেখে নিকট আত্মীয়রা উন্নত চিকিৎসার জন্য কুমিল্লার কুচাইতলী সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করায়।
কিশোরী আরো জানায়, ধর্ষকদের মধ্যে একজনকে চিনতে পেরেছে। সে পাশ্ববর্তী করইশ গ্রামের মিজানুর রহমানের পুত্র শাহজালাল (২৫)। চিকিৎসা গ্রহণ শেষে সে ধর্ষণকারীদের বিরুদ্ধে আইনের আশ্রয় নেবে।
নাম প্রকাশ না করা শর্তে স্থানীয় ক’ব্যক্তি জানায়, ধর্ষণকারীরা প্রভাবশালীদের নিকটজন হওয়ায় বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।
চাঁদপুরনিউজ/এমএমএ/