প্রতিনিধি
কচুয়ায় নতুন মার্কেটের বিল্ডিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আঃ সাত্তার মুন্সী (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এছাড়া মোস্তফা কামাল (৩০), আবুল বাসার (২৭) নজির হোসেন (২৫) নামের ৩ শ্রমিক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। গতকাল ১ সেপ্টেম্বর সোমবার দুপুর ১২টায় উপজেলার বাইছারা বাজারে এ ঘটনা ঘটে। নিহত আঃ সাত্তার মুন্সী একই গ্রামের মৃত বগু মুন্সীর ছেলে।
জানা গেছে, উপজেলার বাইছারা দক্ষিণ বাজারে একই গ্রামের আলফু মিয়ার ছেলে আঃ মতিন মিয়া সম্প্রতি ওই বাজারে একটি দ্বিতল নতুন মার্কেটের কাজ শুরু করে। আর এ কাজের ঠিকাদারী কাজের দায়িত্ব পায় আঃ ছাত্তার মুন্সী। অন্যান্য দিনের মত আঃ ছাত্তার মুন্সী শ্রমিকদের নিয়ে গতকাল সোমবার দুপুরে মার্কেটের দ্বিতীয় তলায় কেসি গেইট উঠাতে গিয়ে বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ছুটে এসে আঃ ছাত্তারসহ অন্যান্য শ্রমিকদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। অপর আহতরা চান্দিনা কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়রা জানিয়েছে, আঃ মতিন মিয়া অবৈধভাবে পল্লীবিদ্যুতের চোখ ফাঁখি দিয়ে তার নির্মাণাধীন মার্কেটে বিদ্যুৎ সংযোগ নেয়। এদিকে নিহত আঃ ছাত্তার মুন্সীকে জানাজা শেষে ওই দিন রাতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
শিরোনাম:
শনিবার , ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।