কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা: “মুজিব বর্ষের অঙ্গীকার যক্ষ্মা মুক্ত বাংলাদেশ গড়ার” “ঐক্যবদ্ধ হলে সবে, যক্ষ্মা মুক্ত দেশ হবে” এই প্রতিপাদ্য কে সামনে রেখে কচুয়ায় বিশ্ব যক্ষ্মা দিবস- ২০২১ পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপেক্সের আয়োজনে ও ব্র্যাকের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এক বর্ণাঢ্য র্যালী ও স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সোহেল রানা’র সভাপতিত্বে ও এল.সি.এ মো: আবু ইউসুফের সঞ্চালনায় বক্তব্য রাখেন-মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রক ডাঃ তানজিত হোসেন, মেডিকেল অফিসার ডাঃ রাকিবুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন- স্বাস্থ্য পরিদর্শক ব্রজ পোদ্দার, প্রধান সহকারী শাহাদাত হোসেন, ব্র্যাকের পিও অনিমা পাল, ব্র্যাক ও স্যোসাল মার্কেটিংকের বিভিন্ন পর্যায়ের কর্মচারীবৃন্দ।
চাঁদপুরনিউজ/এমএমএ/