স্টাফ রিপোর্টার ঃ
চাঁদপুরের কচুয়ায় বীর মুক্তিযোদ্ধা, সাবেক সিনিয়র সহকারী সচিব, মোঃ আবুল বাসার ম্যাজিষ্ট্রেট (৭০) ২৫ নভেম্বর বুধবার রাতে ঢাকার উত্তরা লুবানা জেনারেল প্রাইভেট হাসপাতালে ক্যান্সার জনিত কারনে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি…. রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ছেলে, ২ মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। ২৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাঝিগাছা এম. এম. উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) পুলক কুমার মন্ডলের উপস্থিতিতে তাকে গার্ড অব অনার দেয়া হয়। পরে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় মাঝিগাছা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার হাজী জাবের মিয়া, মুক্তিযোদ্ধা মো. সফিকুল ইসলাম, সাচার ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরুল আমিন, মতলব ডিগ্রি কলেজের অধ্যক্ষ এমদাদুল হক, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ খোরশেদ আলম শিকদার, সাংবাদিক মো. সফিকুল ইসলাম মোল্লাসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মরহুম আবুল বাসার ম্যাজিষ্ট্রেট জীবদ্দশায় স্কুলের শিক্ষক, ব্যাংক কর্মকর্তা, কাস্টম্স, ম্যাজিষ্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, এডিসি রেভিনিউ, ডেপুটি সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, সাবেক শিক্ষাপ্রতি মন্ত্রী আনম এহছানুল হক মিলন, চাঁদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. একেএম শহীদুল ইসলাম।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১০ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।