চাঁদপুর: চাঁদপুরের কচুয়ায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার চুরি হওয়া ৭ লাখ টাকাসহ জড়িত ৩ জনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন ওই শাখার ম্যানেজার মামুন খান, ক্যাশিয়ার মাহাবুব আলম ও মামুনের বোন সুলতানা রাজিয়া।
বুধবার (৯ জুন) দুপুরে কচুয়া থানা পুলিশ চাঁদপুর আদালতে পাঠিয়েছে।
কচুয়া থানা পুলিশ জানায়, ব্যাংকে রাখা গ্রাহকের গচ্ছিত টাকা হাতিয়ে নিতে পরিকল্পনা করেন ব্যাংকের ক্যাশিয়ার। সেই পরিকল্পনায় অংশ নেয় খোদ ব্যাংকের ম্যানেজারও। অবশেষে তাদের পরিকল্পনা মাফিক মঞ্চস্থ করে চুরির নাটক। ব্যাংকের ভোল্ট ভেঙে লোপাট করে দেয় ৮ লাখ ১৬ হাজার ৪২২ টাকা।
প্রশাসনের চোখে ধুলা দিতে নিজেরাই অভিযোগ করেন পুলিশের কাছে। তবে শেষ রক্ষা হয়নি চোর চক্রের। চুরির টাকাসহ হাতেনাতে ধরা পড়ে হয় তাদের। গত সোমবার মধ্যরাতে কচুয়া উপজেলার ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় এই পরিকল্পিত চুরির ঘটনা ঘটে।
ব্যাংকটি উপজেলার কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া বাজারের কুয়েত শপিং সেন্টারের দ্বিতীয় তলায় অবস্থিত। এই ব্যাংকের এজেন্ট মো. আবদুল্লাহ আল মামুন প্রবাসী।
এই ঘটনায় মঙ্গলবার (০৮ জুন) মধ্যরাতে অভিযান চালিয়ে ব্যাংকের চুরি যাওয়া ৭ লাখ টাকাসহ ম্যানেজার মামুন খান, ক্যাশিয়ার মাহাবুব আলম ও মামুনের বোন সুলতানা রাজিয়াকে আটক করে পুলিশ।
পুলিশ আরো জানায়, গত সোমবার মধ্যরাতে কচুয়া ইসলামী এজেন্ট ব্যাংকের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ভোল্ট ভেঙে নগদ ৮ লাখ ১৬ হাজার ৪২২ টাকা চুরির ঘটনা ঘটে। এ সময় রুমের ভেতরে থাকা সিসি ক্যামেরার হার্ড ডিস্ক খুলে পালায় চোরচক্র।
পরদিন মঙ্গলবার সকালে ব্যাংকের অফিস সহকারী জান্নাতুল ফেরদাউস অফিসের তালা খুলে এই ঘটনা দেখতে পেয়ে তিনি ব্যাংকের কর্মকর্তাদের ঘটনাটি অবহিত করলে ম্যানেজার মামুন খান কচুয়া থানা-পুলিশকে চুরি ঘটনাটি মৌখিকভাবে অবহিত করেন।
খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার কচুয়া সার্কেল আবুল কালাম চৌধুরী থানার ওসি মহিউদ্দিনকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ব্যাংকের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলে তারা চুরির ঘটনা স্বীকার করেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, ব্যাংকের ম্যানেজার ও ক্যাশিয়ার নিজেরাই টাকা আত্মসাৎ করে চুরির নাটক সাজায়। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তা স্বীকার করে।
মঙ্গলবার দিনগত রাতে তাদেরকে নিয়ে অভিযান চালিয়ে ম্যানেজারের বোন রাজিয়ার কাদলা গ্রামের বাড়ি থেকে নগদ ৭ লাখ টাকাসহ তাদের আটক করা হয়। বুধবার দুপুরে তাদেরকে কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মিলন মাহামুদ বলেন, পুলিশের কয়েকটি টিম তদন্ত চালিয়ে দ্রুত সময়ের মধ্যে চুরির ঘটনায় জড়িত ৩ জনকে আটক করা হয়েছে। এই ঘটনার সঙ্গে আরও কারা জড়িত রয়েছে এবং বাকি টাকা উদ্ধার করতে আদালতে রিমান্ডে আবেদন করা হয়েছে।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/