কচুয়া সংবাদদাতা: অন্যান্য বছরের তুলনায় এ বছর কচুয়ায় প্রায় আম গাছে গাছে ফুটেছে অনেক মুকুল। তেমন ঝড় না হওয়ায় প্রচুর আমের গুটি লক্ষ্য করা গেছে। এ দৃশ্য দেখে যথেষ্ট আমের ফলন পাওয়া যাবে এমনেই আশায় মানুষের মুখে হাসি ফুটে উঠে। কিন্তু বেশ কিছুদিন যাবৎ বৃষ্টিপাত না হওয়ায় ও আমের গুটি ঝরে পড়ছে ব্যাপক হারে।
কোন কোন গাছের আম ঝরে পড়ে শূণ্য হয়ে গেছে। গাছের গোড়ায় প্রতিদিন পানি দিয়ে ও আমের গুটি ঝরে পড়া রোধ হচ্ছে না বলে লোকজনরা জানায়। এমনিই অবস্থায় আমের ফলন নিয়ে মানুষের মুখে ফুটে উঠা হাসি অম্লান হয়ে আসছে।
কৃষি বিভাগের লোকজনারা জানায়- বায়ার কোম্পানির নাটিভো, সিনজেনটা কোম্পানির স্কোর কীটনাশক ঔষধ গুটি আমে স্প্রে করে দিলে গুটি আম অনেকটাই ঝরে পড়া থেকে রক্ষা পাবে।
ফম/এমএমএ/