কচুয়া পৌরবাজারে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা অমান্য করে মাস্ক পরিধান না করে বাজারে আসায় এবং সামাজিক দূরত্ব বজায় না রাখায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। গতকাল বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোবাইল কোর্টের মাধ্যমে ০৮ জনকে অর্থদ- প্রদান করেন এবং জনগণকে সচেতন করেন। এছাড়াও পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ অনুযায়ী চাল, ডাল, গমসহ ১৭টি পণ্যের উপর পাটজাত মোড়ক ব্যবহার না করার অপরাধে ৫ ব্যবসায়ীকে জরিমানা করা হয় এবং তাদেরকে প্লাস্টিকের মোড়ক ব্যবহার না করার জন্যে সচেতন করা হয়। মোট ১৩টি মামলায় সর্বমোট ৪ হাজার ৪শ’ ৫০ টাকা জরিমানা আদায় করা হয়।