আবু সাঈদ, কচুয়াঃ
কচুয়া উপজেলার স্বপন সর্দার (৩০) ও জাকারিয়া কমল (৩৫) নামের দু’ইয়াবা ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালত কারাদন্ডাদেশ প্রদান করেছে।
প্রকাশ, হাজীগঞ্জ উপজেলার সুহিলপুর গ্রামের নুরু সর্দারের ছেলে স্বপন সর্দার ও কচুয়া পৌরসভাধীন কোয়া গ্রামের আলী আকবরের ছেলে জাকারিয়া কমল কে শুক্রবার রাত ৮টার দিকে কড়ইয়া গ্রামের নুরু মিয়া সওদাগরের বাড়ি সংলগ্ন রহিমের চা দোকানের সামনে থেকে ৬ পিচ ইয়াবা সহ স্থানীয় লোকজনরা আটক করে। অতঃপর পুলিশকে খবর দিলে কচুয়া থানার এসআই নাছির উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে ৬ পিচ ইয়াবা সহ তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
শনিবার সকাল ১০টার দিকে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহম্মদ আশরাফ হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত স্বপন সর্দারকে ২ বছর ও জাকারিয়া কমল কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করে।
শিরোনাম:
মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।