কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কামরুন্নাহার ভূঁইয়ার কর্মী-সমর্থকরা গতকাল বুধবার ঢাকা-কচুয়া-গৌরিপুর সড়ক দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অবরোধ করে রাখে। এ সময় তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখে।
জানা গেছে, এ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তালিকায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে কামরুন্নাহার ভূঁইয়ার নাম না থাকার কারণে তার কর্মী-সমর্থকরা ক্ষুব্ধ হয়ে ওই সড়কে সকল ধরনের যান চলাচল ও সাচার বাজারের দোকানপাট বন্ধ করে দেয়। এতে রাস্তায় বিশাল যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। অবরোধকারীরা কিছু যানবাহন ভাংচুর করে। সংবাদ পেয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন মজুমদার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে কামরুন্নাহার ভূঁইয়ার সাথে আলোচনা করে সড়ক অবরোধ তুলে দেয়।