প্রতিনিধি-
কচুয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলে সরিষার খেত ভরে উঠেছে হলদে সরিষা ফুলের সমারহে। অনুকূল আবহাওয়া, বাজারে দাম ভালো থাকায় ও আলুর বিকল্প হিসেবে এ বছর সরিষা চাষে আগ্রহী হয়ে পড়েছে কৃষকরা। এর ফলে গত কয়েক বছরের তুলনায় কচুয়ার ১২টি ইউনিয়নে, বিশেষ করে কচুয়ার উত্তর অঞ্চলের প্রতিটি গ্রামে সরিষার চাষ ব্যাপক হারে লক্ষ্য করা গেছে। সরিষাগুলোর মধ্যে টরি-৭, বারী -৯, বারী-১৪, বারী -১৫ ও হাইব্রীড সরিষা অন্যতম।
সূত্রে জানা গেছে, জলবায়ূ পরিবর্তন ও অনুকূল পরিবেশ থাকায় এ বছর আলু আবাদ না করে কৃষকদের মাঝে ভিন্নতা লক্ষ্য করা গেছে। এ ফসল উৎপাদন করতে কম সময়, কম সার, অল্প পরিশ্রমে অধিক ফলন উৎপাদন হওয়ায় কৃষকরা অন্য ফসল আবাদ না করে এ ফলনে দিন দিন ঝুঁকে পড়েছে। বিশেষ করে ইরি-ব্যুরো ফলনের পূর্বে মাঠ ফাঁকা থাকায় সহজে এ ফসল ঘরে আসায় এবং বাজারে এর অধিক চাহিদা থাকায় ফসলটি কচুয়ার কৃষকদের মাঝে জনপ্রিয় হয়ে হয়ে উঠেছে।
সরজমিনে ঘুরে কচুয়া উপজেলার প্রায় প্রতিটি মাঠে দেখা যাচ্ছে হলদে সোনালী সরিষা ফুলের সমাহার। প্রকৃতি যেন নিজহাতে ফুলের চাঁদরে জমি গুলোকে ডেকে দিয়েছে। কাছে গেলে দেখা যায় মৌমাছিরা মধু সংগ্রহ করতে প্রতিটি সরিষা গাছের ফুলের সাথে আলীঙ্গন করে ব্যস্ত সময় কাটাচ্ছে। পাশাপাশি মৌমাছি ও সরিষা ফুলের দু’য়ের সমন্বয়ে এ যেন এক প্রাকৃতির মিলন মেলায় পরিণত হয়েছে। উপজেলার পালাখাল গ্রামের কৃষক আলী আজ্জম ও সাচার গ্রামের দুদু মিয়া এবছর প্রায় ২ একর জমিতে সরিষার চাষ করেছেন।
এছাড়া এদের মতো অনেক কৃষক সরিষা দিয়ে গরুর খৈল, সরিষা ভূষি, তৈল উৎপাদন ও জ্বালানী হিসেবে ব্যবহৃত হওয়ায় এ বছর অন্য ফসল বাদ দিয়ে সরিষা চাষ করেছেন।
কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান জানান, উপযুক্ত আবহাওয়া ও বাজারে সরিষার ব্যাপক চাহিদা থাকায় কচুয়া উপজেলায় এবছর প্রায় ৩ হাজার হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে। কোন রকম পরিশ্রম না থাকায় এবং কম খরচে অধিক উৎপাদন হওয়ায় এ এলাকার কৃষকরা সরিষা ফলনে আগ্রহী হয়ে পড়েছে। এ ফসল অধিক হওয়ায় ভূট্টা চাষে কিছুটা প্রভাব পড়তে পারে বলেও তিনি আশঙ্কা করেন। এদিকে আর অল্প কিছু দিন আবহাওয়া অনুকূল পরিবেশে থাকলে কৃষকরা হঁাঁসি মাখা মুখ নিয়ে তাদের কাঙ্খিত ফসল গড়ে তুলে আনবে।
শিরোনাম:
বুধবার , ২৩ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১০ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।