সিনিয়র করেসপন্ডেন্ট: চাঁদপুর জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের নিয়মিত মাদকবিরোধী অভিযানে আমেনা বেগম (২৮) নামে নারী আটক হয়েছে। অভিযানের টের পেয়ে পালিয়েছে তার স্বামী জহির বেপারী।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে জেলার কচুয়া উপজেলায়র শাসনখোলা গ্রামের মাইরমুন বেপারী বাড়ী থেকে ওই নারীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার হয় ৬০ পিস ইয়াবা ট্যাবলেট। যার আনুমানিক মূল্য ত্রিশ হাজার টাকা।
চাঁদপুর জেলা মাদকদ্রব্য অধিদপ্তর সূত্রে জানাগেছে, সহকারি পরিচালক এ,কে,এম দিদারুল আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর, এর নেতৃত্বে গঠিত রেডিং টীম কচুয়া থানাদিন শাসনখোলা গ্রামের মাইরমুন বেপারী বাড়িতে সকাল ৭টা হতে সাড়ে ৭টা পর্যন্ত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এসময় আসামী আমেনা বেগম (২৮) গ্রেফতার স্বামী-জহির বেপারী ও জহির বেপারী (৩৮), পলাতক, পিতা -মৃত আব্দুল মান্নান বেপারীকে তারহাতে ও বসতঘর তল্লাশী করে ৬০ (ষাট) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে পরিদর্শক বাপন সেন বাদী হয়ে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
অভিযান শেষে এলাকায় মাদকের কুফল সম্পর্কে মাদক বিরোধী বক্তব্য প্রদান করেন সহকারী পরিচালক এ, কে, এম দিদারুল আলম। এ সময় এলাকার জনপ্রতিনিধি মেম্বার জনাব আবুল হোসেনসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অভিযান অব্যাহত থাকবে।
চাঁদপুরনিউজ/এমএমএ/