কচুয়ায় মোঃ জুয়েল (২৮) নামে এক যুবককে ৬ মাসের কারাদ-াদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলিমা আফরোজ তার কার্যালয়ে এ রায় প্রদান করেন।
জানা যায়, উপজেলার উচিতগাবা গ্রামের আবুল হোসেনের পুত্র মোঃ জুয়েল মাদক সেবন করে তার বাবা মা সহ পরিবারের অন্যান্য লোকজনদের উপর চড়াও হয়ে উৎপীড়ন করে আসছে। এছাড়া বিভিন্ন সময় মাদকের টাকার জন্য তার বাবা-মাকে শারীরিক নির্যাতনও চালাত। পরে অতিষ্ঠ হয়ে তার বাবা গতকাল বুধবার কচুয়া থানা পুলিশকে খবর দিলে কচুয়া থানা পুলিশের এসআই নাসির সঙ্গীয় ফোর্স নিয়ে প্রায় দেড়শ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে থানা নিয়ে আসে। ওইদিন সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলিমা আফরোজের কার্যালয়ে তাকে হাজির করলে ভ্রাম্যমাণ আদালত মোঃ জুয়েল কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯৯০এর ১৯এর ৭ক ধারায় ৬ মাসের কারাদন্ডাদেশ দিয়ে জেল হাজতে প্রেরণ করে।
শিরোনাম:
বুধবার , ১ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৯ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।