চাঁদপুরের কচুয়ার ৩ নং বিতারা ইউনিয়নের চাংপুর গ্রামের সপ্তাহকাল যাবত শিকলে বন্দী রয়েছে মানসিক ভারসাম্যহীন জোবায়ের হোসেন (২২)নামের এক যুবক।
সে এই গ্রামের হতদরিদ্র দুলাল মিয়ার ছেলে। বাড়ির নাম আলী হাজির বাড়ি।বর্তমানে দারিদ্রের কারণে যুবক জোবায়েরের উন্নত চিকিৎসা করাতে পারছেন না তার পরিবার , জানান তার মা মাজেদা বেগম ও পরিবারের সদস্যরা। মা আরওজানান, ছেলেটা পাগলামি করে । সবাইকে মারতে আসে। খাবার দিলে ফেলে দেয় ।কিছুই খায় না। তার আক্রমন ও আঘাতের ভয়ে আমরা নিরাপত্তার কথা বিবেচনা করে তাকে আমগাছের সাথে শিকলে বেঁধে রেখেছি । গত ৭/৮ দিন যাবত এ অবস্থা।
জোবায়ের হোসেনের মা মাজেদা বেগম আরও জানান, ছোটবেলায় তাকে চট্টগ্রামের চকবাজারে একটি মাদ্রাসায় আরবী লাইনে লেখাপড়ার করতে দিলে এক শিক্ষক ক্ষিপ্ত হয়ে তার মাথায় প্রচন্ড আঘাত করলে তার মস্তিষ্ক বিঘ্ন ঘটে। ওই সময়(৭/৮ বছর আগে) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়মিত চিকিৎসা করার পর এতোদিন প্রায় ৬ বছর আল্লাহর রহমতে ভালো থাকলেও গত কয়েকদিন ধরে পূনরায় সেই বারের মতো মানসিক ভারসাম্য হারিয়ে পাগলামি শুরু করে। তার পাগলামির কারনে বাড়িতে থাকাই দায় ।
তিনি বলেন, আমরা গরীব মানুষ, আমার স্বামী দিনমজুরের কাজ করেন। অসুস্থ, শ্বাসকষ্টে ভুগছেন। জমি জমা নাই। ছেলেকে আবার চট্টগ্রাম মেডিকেলে নিয়ে উন্নত চিকিৎসা করার সামর্থ্য / টাকা পয়সা আমাদের নেই। বাধ্য হয়ে তাকে আম গাছের সাথে শিকলে বেধেঁ রেখেছি। আমার ছেলের চিকিৎসার্থে সকলের সহযোগিতা চাই। আমার ছোট ছেলে যুবক জোবায়েরকে কেউ চিকিৎসার সহযোগিতা করতে চাইলে ০১৮২৫-০৫৬৬১২ নাম্বারে যোগাযোগ করতে বিনীত অনুরোধ করা হয়েছে। তিনি আরও বলেন চাঁদপুরের ডিসি মহিলা, শুনছি তিনি অনেক ভালো । তাঁর কাছেও বিনীত অনুরোধ দয়া করে আমার ছেলের চিকিৎসারর্থে সাহায্য সহায়তা করুন ম্যাডাম । তিনি আরও জানান, তার আরও ২ ছেলে আছে । ওরা সংসার নিয়ে দূরে থাকছে । এ ব্যাপারে এগিয়ে আসছে না। আমার একমাত্র মেয়ে ক্লাস টেনে পড়ে, বিজ্ঞান বিভাগে । নাম জান্নাতুল ফেরদাউস মায়া, এ ভাইয়ের জন্য সে ও আমরা সারাদিনই কান্না করছি । এলাকার ইউনুছ মেম্বারও ব্যাপারটা জানে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ইউসুফ সরকার ঢাকায় থাকেন বিধায় তার সহযোগিতাও পাই না।
চাংপুর ইয়াং ফোরামের সভাপতি মো. তোফায়েল আহমেদ কাউছার ইউএনবি কে বলেন, বিষয়টি আমরা জেনেছি । আমাদের সংগঠনের মাধ্যমে তাকে চিকিৎসাবাবদ কিছু সহযোগিতা করার চেষ্টা করব।
সিনিয়র করেসপন্ডেন্ট/চাঁদপুরনিউজ/এমএমএ/