আবু সাঈদ,
কুমিল্লাা-চাঁদপুর আঞ্চলিক মহা সড়কের কচুয়া উপজেলার জগতপুর নামক স্থানে কথিক চন্দ্র দাস (১১) নামের এক ছাত্র মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত ও ২ জন আহত হয়। উপজেলার আশরাফপুর ইউনিয়নের উত্তর চক্রা দাস বাড়ীর লিটন চন্দ্র দাসের পুত্র স্থানীয় নবারণ কিন্ডার গার্টেনের ৪র্থ শ্রেনীর ছাত্র কথিক চন্দ্র দাস বুধবার দুপুর ১টার দিকে জগতপুর বাজার থেকে রিকসা যোগে বাড়ী যাচ্ছিল। বাজার থেকে মাত্র ৫০/৬০ গজ পশ্চিমে পৌঁছা মাত্রই কুমিল্লা থেকে চাঁদপুরগামী ট্রাক (ঢাকা মেট্টো-ট-১৬-৪৪১৯) রিক্সাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মাথা ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যায়। তাঁর অকাল মৃত্যুতে পরিবারের লোকজনের আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে উঠে। আহত জগতপুর গ্রামের অধিবাসী হতদরিদ্র রিক্সা চালক ইসমাইল হোসেনকে দ্রুত কুমিল্লার কুচাইতলী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে, তার অবস্থা আশংকাজনক। অপর আহতের খবর পাওয়া যায়নি। ঘাতক ট্রাকটি স্থানীয় লোকজন আটক করতে সক্ষম হয়।
এদিকে কথিক চন্দ্র দাসের এ মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন-কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির।
শিরোনাম:
বুধবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।