প্রতিনিধি=
জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে গতকাল রোববার ভোরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কচুয়া উপজেলাস্থ খাজুরিয়া এলাকায় গাছ ফেলে সড়ক অবরোধ করে জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় তারা যাত্রীবাহী একটি বাসসহ তিনটি গাড়িতে লুটপাট করে আগুন লাগিয়ে দেয়।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন মজুমদার জানান, শনিবার মধ্যরাত থেকে জামায়াত- শিবির কর্মীরা জগতপুর-খাজুরিয়া এলাকার সড়কের প্রায় ৩ কিলোমিটার জুড়ে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে। ভোর সোয়া ৫টায় চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী যাত্রীবাহী বাস সৌদিয়া, একটি মালবাহী পিকআপ ভ্যান ও একটি অটো রিক্সায় (সিএনজি) পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় জামাত-শিবির কর্মীরা। এ সময় শিবির কর্মীরা বাসের চালককে মারধর করে যাত্রীদের মালামাল লুট করে। এ ঘটনায় তীব্র শীতের মধ্যে অর্থকড়ি হারিয়ে যাত্রীরা পড়ে চরম দুর্ভোগে। পরে কচুয়া থানা পুলিশের সহায়তায় অন্য একটি বাসে করে তাদেরকে গন্তব্যে পৌঁছে দেয়া হয়। গাড়িতে থাকা আলামিন নামের একজন যাত্রী এ প্রতিবেদককে বলেন, প্রায় ৫০জন যাত্রী নিয়ে বাসটি ঘটনাস্থলে পৌঁছলে ১০-১৫জন শিবির কর্মী জোর করে বাসটিতে উঠে বাসের চালককে মারধর করে যাত্রীদের অর্থ সম্পদ লুট করতে থাকে। পরে যাত্রীদের বাস থেকে নামিয়ে দিয়ে পেট্রোল দিয়ে বাসে আগুন ধরিয়ে দেয়। একই সময় তারা বাসের পেছনে থাকা মালবাহী ১টি পিকআপ ভ্যান ও একটি সিএনজি স্কুটারেও পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।