প্রতিনিধি
কচুয়ায় আল-আমিন (২২) নামের এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে উপজেলার কড়ইয়া ইউনিয়নের আকানিয়া নাছিরপুর গ্রামে খুনের এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আবুল হাসানাত (৪০)কে গ্রেফতার করেছে। নিহতের মা অহিদা বেগম জানান, তার পুত্র আল-আমিনের সাথে একই বাড়ির আবুল হাসানাতের স্কুল পড়�য়া কন্যা লিপি আক্তারের প্রেমের সম্পর্ক ছিল। গত দুদিন পূর্বে লিপির চাচা শাব্বির আল-আমিনদের ঘরে এসে তাকে দেখে নেয়ার হুমকি দেয়। গত শনিবার রাত আনুমানিক ১১টার দিকে আল-আমিন পার্শ্ববর্তী চা দোকান থেকে ফেরার পথে লিপির বাবা আবুল হাসানাত তাকে ডেকে নিয়ে খুন করে ডোবার পাশে ফেলে রাখে।
খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদুর মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহতের মা অহিদা বেগম বাদী হয়ে কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন মজুমদার, ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হত্যাকাণ্ডে জড়িত ১ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।