মিজানুর রহমান রানা/এম এ আকিব
সারাদেশসহ চাঁদপুর জেলায় ও অন্য উপজেলাগুলোতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলেও গতকাল মঙ্গলবার কচুয়ায় বাংলাদেশ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়নি। এদিনে কোনো স্থানীয় যুবলীগের কোনো কর্মসূচি না থাকায় সাধারণ নেতা-কর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। এর আগে ২০১২ ও ২০১৩ সালে ৪০ ও ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে অ্যাডভোকেট হেলাল উদ্দিনের নেতৃত্বে পালিত হলেও এ বছর কোনো কর্মসূচি না থাকায় যুবলীগের যুবলীগের কার্যক্রম ভেঙ্গে পড়েছে বলে ধারণা করছেন স্থানীয় নেতা-কর্মীরা।
এ ব্যাপারে কচুয়া যুবলীগের আহ্বায়ক নাজমূল আলম স্বপন জানান, স্থানীয় এমপি মহীউদ্দীন খান আলমগীর দেশের বাইরে রয়েছেন। তিনি দেশে ফিরলে জাঁকজমকপূর্ণভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করবো। যেহেতু ১১ নভেম্বর থেকে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি রয়েছেন সেহেতু এমপি সাহেব দেশে ফিরলেই প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করা হবে। এছাড়াও আমরা ১৫ নভেম্বর ঢাকায় যুব সমাবেশে যোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি
শিরোনাম:
সোমবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৫ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।