প্রতিনিধি
কচুয়ায় যৌতুকের দাবিতে রহিমা বেগম (২২) নামের এক গৃহবঁধূকে নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে পাষণ্ড স্বামী ও তার প্রথম স্ত্রী আমেনা। এ ঘটনায় রহিমার ভগ্নীপতি জয়নাল আবেদীন বাদী হয়ে কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় ৪ বছর পূর্বে উপজেলার বাইছারা গ্রামের ছিদ্দিকুর রহমানের কন্যা রহিমা বেগমের সাথে একই উপজেলার মাছিমপুর গ্রামের মজিবুর রহমানের সাথে দু’ পরিবারের ইচ্ছা অনুযায়ী শরীয়াহ্ মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর তাদের গৃহে একটি পুত্র সন্তান জম্ম নেয়। এদিকে যৌতুকলোভী মজিবুর রহমান রহিমা বেগমকে ছাড়াও পূর্বে আমেনা নামের এক নারীকে বিয়ে করলে সে প্রবাসে চলে যায়। স্ত্রী আমেনা বেগম দেশে ফিরে এসে তার যোগসাজসে মজিবুর রহমান রহিমা বেগমের উপর বিভিন্ন সময় যৌতুকের দাবিতে মারধরসহ নির্যাতন করে আসছে। ঘটনার দিন গতকাল রহিমা বেগমকে যৌতুকের দাবিতে মারধর করে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় লোকজন ছুটে এসে রহিমা বেগমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।
শিরোনাম:
সোমবার , ৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৫ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।