কচুয়া প্রতিনিধি =
কচুয়ায় র্যাব-৩’র ভূয়া এসআই পরিচয়ে হাসান সিকদার নামের এক প্রতারককে আটক করেছে স্থানীয় জনতা। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার পালাখাল বাসস্ট্যান্ড এলাকায় ভূয়া র্যাব এসআই আটকের এ ঘটনা ঘটে।
সরজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, ফরিদপুর সদর এলাকার রিজু সিকদারের পুত্র হাসান সিকদার নিজেকে ঢাকার রাজধানী টিকাতলী র্যাব-৩’র এসআই পরিচয় দিয়ে কচুয়ার দোয়াটি গ্রামের আলাউদ্দিন, কান্দিরপাড় গ্রামের মাওঃ শাহজালাল ও পালাখাল গ্রামের আমির হোসেনের কাছ থেকে চাকুরি দেয়ার নামে নগদ অর্থ হাতিয়ে নেয়।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে ভুক্তভোগী দোয়াটি গ্রামের সিএনজি চালক আলাউদ্দিন তাকে পালাখাল বাসস্ট্যন্ড এলাকায় পেয়ে আটক করে স্থানীয় লোকজনদের খবর দেয়। পরে উত্তেজিত জনতা এসে তাকে গণধোলাই দিয়ে পালাখাল বাজারস্থ ইউনিয়ন পরিষদের একটি কক্ষে আটকে রাখে। এসময় তার কাছে থাকা স্থানীয় লোকজন একটি ভূয়া পরিচয়পত্র পায়। এ সংবাদ লেখা পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সে পালাখাল ইউপি ভবনে আটক রয়েছে।
স্থানীয়রা জানিয়েছে, হাসান সিকদার কচুয়ার কান্দির পাড় এলাকায় বিয়ে করার সুবাদে দীর্ঘদিন নিজেকে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় প্রতারনা করে আসছিলো। এ ব্যাপারে কচুয়া ৪নং পূর্ব সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমাম হোসেন জানান, স্থানীয় লোকজনকে চাকুরি নাম করে নগদ অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে জনৈক হাসান নামের এক ব্যক্তিকে ভুক্তভোগী লোকজন আটক করে। সে র্যাবের কর্মকর্তা কিনা তা যাচাই বাছাই চলছে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন মজুমদার জানান, জনতা কর্তৃক র্যাবের এসআই আটকের বিষয়টি আমার জানা নেই। এই মাত্র আপনাদের (সাংবাদিকদের) কাছ থেকে জানলাম।
শিরোনাম:
বুধবার , ২৬ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১২ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।