প্রতিনিধিঃ
কচুয়ায় পঞ্চম শ্রেণির শিশু ছাত্রী ধর্ষিত হয়েছে । উপজেলার বিতারা ইউনিয়নের বাইছারা গ্রামে এ ঘটনা ঘটে। কচুয়া থানা পুলিশ ধর্ষক কবির হোসেন (৪৫) কে শুক্রবার রাতে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা গেছে, ২৩ আগস্ট রোববার লম্পট কবির হোসেন কাজের কথা বলে ওই শিশু ছাত্রীকে তার বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ নিয়ে পরে কয়েক দফা সালিস হলেও সিদ্ধান্ত না হওয়ায় স্থানীয়রা তাকে মারধর করে পুলিশে খবর দেয়। গতকাল শনিবার কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিশুটির মা বাদী হয়ে কচুয়া থানায় মামলা দায়ের করেছেন।