স্টাফ রিপোর্টার
গত ৬ জানুয়ারি শুক্রবার রাত ১১টায় কচুয়া-কালিয়াপাড়া সড়কের শাহারপাড় নামক স্থানে দুর্বৃত্তদের নাশকতায় ৪টি দোকনঘর অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে। দোকান ঘরগুলো হলো : অমূল্য ফার্মেসীর মালামাল প্রায় দেড় লাখ টাকা, সুনীলের এসক্রাপ দোকানের মালামাল ১ লাখ টাকা, জীবনের সেলুন ৫০ হাজার টাকা এবং ইউসুফ ও আব্দুল হকের দোকানের মালামাল ৩০ হাজার টাকা। আগুন লাগার সাথে সাথে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে দেখতে পায় ঘরের চতুর্দিকে দাউ দাউ করে আগুন জ্বলছে। তাৎক্ষণিক কচুয়া ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছার পূর্বেই তা পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় লোকজন ধারণা করছে, দোকান ঘরগুলোর চতুর্দিকে দুর্র্বৃত্তরা পেট্রোল ঢেলে এ অগ্নিকাণ্ড ঘটিয়েছে।
দোকানের মালিক অমূল্য, সুনীল ও জীবন জানান, তাদের ঘরটি উত্তোলন করতে প্রায় সাড়ে চার লাখ টাকা ব্যয় হয়েছে। আগুনে তা সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেলো। যা মোট ক্ষয়ক্ষতির পরিমাণ হবে প্রায় ৮ লাখ টাকা। শনিবার সকালে কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডঃ হেলাল উদ্দীন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, ইউপি চেয়ারম্যান আমির হোসেন ও ইউপি সদস্য তাজুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেন।