কচুয়া প্রতিনিধি,
চাঁদপুর: কচুয়া উপজেলা বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে।
শনিবার দুপুর ১২টার দিকে কচুয়া-ঢাকা সড়কের তেগুরিয়া এলাকায় এ সংঘর্ষ ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৩ রাউন্ড সর্টগান ও ৭ রাউন্ড এসএমজির গুলি ছোড়ে।
সংঘর্ষের সময় পুলিশের এক উপ-পরিদর্শকসহ ৮ পুলিশ আহত হয়েছে। এ সময় আরো ১০-১২ জন আহত হয়েছেন। আহতরা প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বাংলামেইলকে জানান, সকাল থেকেই বিএনপির নেতাকর্মীরা ওই এলাকায় প্রায় ২০টি গাড়ি ভাঙচুর করে। এক পর্যায়ে তারা গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখে।
পুলিশ খবর পেয়ে তেগুরিয়া মোড় এলাকায় এলে বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। পরে পুলিশ গুলি চালায়।
এর আগে সকালে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের জগৎপুর ও কচুয়া-ঢাকা সড়কের পালাখাল এলাকায় রাস্তায় গাছে গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখে পিকেটাররা।
এছাড়া কচুয়া-কুমিল্লা-চাঁদপুর সড়কের সুবিদপুর এলাকায় রাস্তায় গাছের গুঁড়িতে আগুন দিয়ে সড়ক অবরোধ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঢাকা-কুমিল্লা ও চাঁদপুরের সঙ্গে কচুয়ার সব যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে পূজা ও ঈদে বাড়ি ফেরা মানুষজন কাজের উদ্দেশ্যে কচুয়া ত্যাগ করতে পারছে না।
উপজেলা বিএনপির নেতৃবৃন্দের দাবি, দুলালের ওপর রিমান্ডের নাম করে নির্যাতন চালায়। এতে বৃহস্পতিবার রাত ১টার দিকে তিনি হাজতে মারা যান। এর প্রতিবাদে উপজেলা বিএনপি এ হরতাল আহ্বান করে।
উল্লেখ্য, কচুয়া উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন দুলাল কুমিল্লা কারগারে বন্দি অবস্থায় মারা যান।