প্রতিনিধি
কচুয়া পৌরসভার কড়ইয়া গ্রামে মা তার নিজের সন্তানকে মাটি চাপা দিয়ে কবর দেয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকালে কড়ইয়া জমদ্দার মিয়াজী বাড়ির মহসিনের স্ত্রী হাওয়া বেগম তার আড়াই বছরের মেয়ে আমেনাকে বসতঘরের পাশে মাটি খুঁড়ে কবর দেয়ার চেষ্টা করে বলে তার স্বামী মহসিন জানান। এ সময় ঘরের পাশ দিয়ে বাচ্চাটির ওই বাড়ির দাদী সম্পর্কীয় মনোয়ারা বেগম যাবার সময় বাচ্চার কান্না শুনতে পান। তখন তিনি শিশু আমেনাকে উদ্ধার করে তার দাদা-দাদীর কাছে নিয়ে যান। বিষয়টি জানাজানি হলে উৎসুক জনতা মিয়াজী বাড়িতে ভিড় জমায়।
এদিকে শিশু আমেনাকে মাটি চাপা দেয়ার বিষয়ে তার মা হাওয়া বেগমের কাছে জানতে চাইলে তিনি জানান, আমেনা সকালে খেলতে গিয়ে ধার করে আনা ডিম ভেঙ্গে ফেলে। তাই আমি রাগের মাথায় কোদাল দিয়ে মাটিতে কোপ দিলে বাড়ির লোকজন আমাকে সন্দেহ করে।