কচুয়া প্রতিনিধি
কচুয়ায় প্রতিপক্ষের হামলা-মামলা ও জোরপূর্বক বাড়ি-ঘর দখল করে একটি পরিবারকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার দক্ষিণ সেঙ্গুয়া গ্রামের আব্দুল কাদির, খোকন মিয়া ও আব্দুল মান্নান গংয়ের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই পরিবারটি বর্তমানে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দা ও সরকারি মাঠের পাশে খেয়ে না খেয়ে অসহায় মানবেতর জীবন-যাপন করছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের দক্ষিণ সেঙ্গুয়া গ্রামের ইব্রাহীম মিয়া সেঙ্গুয়া গ্রামের ১২০৩ দাগে ৯শতাংশ ভিটি পৈত্রিক সূত্রে মালিকীয় হয়ে নিজস্ব বাড়িতে প্রায় ৩০বছর যাবৎ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। সম্প্রতি সময়ে এ নিয়ে একই বাড়ির মৃত আবিদ আলীর পুত্র আব্দুল কাদির ও আব্দুল মান্নান গংয়ের সাথে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে বিজ্ঞ আদালত ও বিভিন্নস্থানে মামলা মোকদ্দমা চলে আসছে। ইব্রাহীম মিয়া ও তার স্ত্রী মরিয়ম বেগমের অভিযোগ, গত ২৯ মার্চ বিকেলে প্রতিপক্ষ আব্দুল মান্নান ও কাদির গং শত্র“তার জেরধরে তাদের বাড়ি ঘরে হামলা চালিয়ে তাদের মারধর করে সহায় সম্পত্তি ও মালামাল জোরপূর্বক দখল করে নেয়। প্রতিপক্ষ লোকজন ছোট-বড় ৩টি ঘরে ও প্রায় ১০ লাখ টাকার ক্ষতিসাধন করে বলে তারা দাবি করেন।
পরে হামলার শিকার ইব্রাহীম (৪২), স্ত্রী মরিয়ম বেগম (৩৭), জয়ফুল নেছা (৪৮), পুত্র মহসিন (২৬), রাজু (১২), মেয়ে মৌসুমী (১০) ও সুবর্ণা (৮) কচুয়া উপজেলা কমপ্লেক্সে ভর্তি হয়। বর্তমানে তাদের বাড়ি ঘর প্রতিপক্ষের লোকজন দখল করে নেয়ায় খোলা আকাশের খেয়ে না খেয়ে সদস্যদের নিয়ে অসহায় মানবেতর জীবন-যাপন করছে বলে তারা দাবি করে। বিষয়টি সমাধান পেতে স্থানীয় সংসদ সদস্য, প্রশাসন ও এলাকাবাসীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারটি।
শিরোনাম:
মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।