কচুয়া (চাঁদপুর): কচুয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর কৃষক দলের সভাপতি আব্দুস সালাম প্রধান (৫২) সোমবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে তাঁর নিজ বাড়ি কোয়া গ্রামের হাজী বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন।
তাঁর মৃত্যুতে সাবেক শিক্ষাপ্রতি মন্ত্রী আ ন ম এহসানুল মিলন, কেন্দ্রীয় বিএনপির সদস্য মোশারফ হোসেন, কেন্দ্রীয় মহিলা দলের সহসভাপতি নাজমুন নাহার বেবী, উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র হুমায়ন কবির প্রধান, পৌর বিএনপির নেতা হাবীব উল্লাহ (হাবীব), পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সালাউদ্দিন, পৌর ছাত্রদলের নেতা ইমাম হোসাইন (হাসান) গভীর শোক প্রকাশ সহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
মঙ্গলবার (০৮ জুন) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ জামে মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, সোমবার বিকালে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল মিলন ও তাঁর স্ত্রী কেন্দ্রীয় মহিলা দলের সহসভাপতি নাজমুন নাহার বেবী মরহুম আব্দুস সালামকে দেখতে তাঁর বাড়ি উপজেলা পরিষদ সংলগ্ন হাজী বাড়িতে দেখতে আসেন এবং পরিবারের পাশে দাঁড়াবার আশ^াস প্রদান করেন।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/