প্রতিনিধি
কচুয়ায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরের উপর হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনায় ৪১জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দুই-তিন হাজার জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে কচুয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সামছুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলা নাম্বার ০৪/১৪। এদিকে এ হামলার ঘটনার সাথে জড়িত থাকতে পারে বলে সন্দেহজনকভাবে ২জনকে গতকাল রাতে আটক করে পুলিশ। এরা হচ্ছে ঃ বি.বাড়িয়া জেলার আখাউড়া থানার ধলেশ্বর গ্রামের মোঃ ইয়াছিন আহমেদ (১৮) ও কচুয়ার বারৈগাঁও গ্রামের আসাদুজ্জামান (১৮)। এদের একজন শিবির কর্মী, আরেকজন হেফাজত কর্মী বলে পুলিশ জানিয়েছে।
উল্লেখ্য, কচুয়া উজানী মাদ্রসা মাঠে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরের উপর গত বৃহস্পতিবার হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় গাড়ি ভাংচুর হলেও তিনি অক্ষত থাকেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৩ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছোড়ে।