রফিকুল ইসলাম বাবু ঃ
চাঁদপুরের কচুয়ায় এনবিআরের সাবেক চেয়ারম্যান মোঃ গোলাম হোসেনের কর্মী সমর্থকদের গাড়ি বহরে হামলায় ২৪টি গাড়ি ভাংচুর করা হয়েছে ও ৫ জন আহত হয়েছে বৃহস্পতিবার বিকেলে সুবিদপুর এলাকায়। পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মনজুর আহমেদ সুজন জানান, তিনিসহ প্রায় শতাদিক অঙ্গ সংগঠনের নেতা-কর্মী মোঃ গোলাম হোসেনের সাথে হাশিমপুর মিয়ারবাজার তাঁর বাড়িতে পরিচিতি ও মতবিনিময় সভায় যোগ দেয়ার উদ্দেশ্যে কচুয়া থেকে রওনা করেন। পথিমধ্যে সুবিদপুর এলাকায় আসলে কয়েকজন যুবকে নেতৃত্বে লাঠি-সোঠা নিয়ে তাদের গাড়ি বহরে হামলা চালায়। এ সময় গাড়িতে থাকা নূরুল ইসলাম, ইব্রাহীম, হাবিবুর রহমান, সিদ্দিকুর রহমান, মুজিবুর রহমান, আবু তাহের, আমান উল্লাহ আহত হয়। এছাড়া বেশ কয়েকটি তারা গাড়ি ভাংচুর করে। পরে ওই সভাটি নির্ধারিত সময়ের দুইঘণ্টা পর শুরু হয় বলে জানান তিনি। এ বিষয়ে এনবিআরের সাবেক চেয়ারম্যান মোঃ গোলাম হোসেন বলেন, কচুয়ায় এর আগেও আমার গাড়ি বহরে হামলা করা হয়েছে। আজও আমার কর্মী সমর্থকদের উপর হামলা করা হলো। যারা এ কাজটি করেছে তারা সন্ত্রাসী ছাড়া আর কিছু নয়। রাজনীতি এবং কথা বলাকে কেনো বাধাগ্রস্ত করা হচ্ছে জানি না। এটিকে অত্যন্ত নিন্দনীয় ও ন্যাক্কারজনক বলে তিনি মনে করেন। কচুয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমান বলেন, উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে গাড়ি ভাংচুরের ঘটনা জানি না। খবর পেয়ে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে যায়।