কচুয়া প্রতিনিধি
কচুয়া উপজেলার জগতপুর, মনপুরা ও বাচাঁইয়া-নয়াকান্দি এলাকায় বৃহস্পতিবার মধ্যরাতে একটি সুরমা গাড়িতে অগ্নিসংযোগ, খরের গাদায় ও গাছে আগুন, ব্রিজের রেলিং ভাংচুর ও রাস্তা কেঁটে প্রতিবদ্ধকতা সৃষ্টি করে অবরোধকারীরা।
সরেজমিনে জানা গেছে, মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়েত নেতা কাদের মোল্লাকে বৃহস্পতিবার রাতে ফাঁসি কার্যকরের পর এবং ১৮ দলীয় জোটের অবরোধের শেষ দিন বৃহস্পতিবার রাতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের জগতপুর বাজার এলাকায় রাস্তায় গাছ ফেলে, মনপুরা-বাঁচাইয়া সড়কের নায়কান্দি এলাকায় রাস্তা কেঁটে ও গাছ ফেলে, ৩টি গাছে আগুন দেয়া, কচুয়া-ঢাকা সড়কের মনপুরা এলাকায় সুরমা (ঢাকা মেট্্েরা জ-১১- ১৭৪৯) গাড়িতে অগ্নিসংযোগ, ব্রিজ ভেঙ্গে ও রাস্তা কেঁটে প্রতিবন্ধকতা করে অবরোধকারীরা।