কচুয়ান প্রতিনিধি==
কচুয়ায় স্বামীর হাতে দ্বিতীয় স্ত্রী খুন হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার নাউপুরা গ্রামের নতুন বাড়িতে নির্মম এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হতভাগ্য ওই গৃহবঁধূর নাম সালেহা বেগম ওরফে ছালমা (৩৫)। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুরের মর্গে প্রেরণ করেছে।
পুলিশ ও স্থানীয় এলাকা সূত্রে জানা গেছে, উপজেলার নাউপুরা গ্রামের অধিবাসী কারী মনিরুজ্জামানের মেয়ে সালমা বেগমকে প্রায় ১৮ বছর পূর্বে একই গ্রামের আলতাফ হোসেনের পুত্র ইব্রাহীম খলিল পছন্দ করে বিয়ে করে। বিয়ের পর তাদের গৃহে দু’টি সন্তান জন্ম নেয়। এমনকি বিয়ে পাগল ইব্রাহীম সালমা বেগমকে বিয়ের পূর্বে গোপনে একই উপজেলার পার্শ্ববর্তী সাহেদাপুর গ্রামে আলেয়া বেগম নামের এক জনকে বিয়ে করে। ওই ঘরেও তার দু’টি সন্তান জন্ম নেয়।
এদিকে বিয়ে পাগল ইব্রাহীম খলিল সালমা বেগমকে যৌতুকের জন্য বিভিন্ন সময় মারধর করতো বলে নিহতের ভাই কাউছার হামিদ স্থানীয় সাংবাদিকদের জানান। তিনি আরো বলেন, যৌতুক ও বিয়ে করায় বাঁধা দেয়ায় শনিবার সন্ধ্যায় পাষণ্ড ইব্রাহীম ধারালো বাটাল দিয়ে তার বোনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে বলেও দাবি করেন। স্থানীয়রা জানিয়েছেন, ইব্রাহীম খলিল প্রবাস থেকে দেশে ফিরে কাঠ মিস্ত্রির কাজ করতো। ঘটনার দিন স্ত্রী সালেহা বেগমের সাথে পারিবারিক কলহের জের ধরে উত্তেজিত হয়ে ইব্রাহীম খলিল বাটাল দিয়ে মাথায়, হাতে ও পায়ে উপর্যুপরি কুপিয়ে রক্তাত্ত জখম করে। পরে স্থানীয় লোকজন টের পেয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে সে মারা যায়। ঘটনায় পর থেকে ঘাতক স্বামী ইব্রাহীম খলিল ও তার প্রথম স্ত্রী আলেয়া বেগম এলাকা ছেড়ে পালিয়েছে। এ ঘটনায় নিহতের ভাই কাউছার ঘাতক ইব্রাহীম খলিলকে প্রধান আসামী করে কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। যার নং ০২, তারিখ ৩/১১/২০১৩ খ্রিঃ।
এদিকে উপজেলার নাউপুরা গ্রামের গৃহবঁধূ সালমা বেগম নিহতের ঘটনায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমির হোসেন ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহাগ উদ্দিন ঘটনাস্থল পরির্দশন করে, নিহতের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আইনী সহায়তার আশ্বাস প্রধান করেন। অপরদিকে স্থানীয় লোকজন জানিয়েছে, নিরীহ গৃহবঁধূ সালমা বেগমের হত্যাকাণ্ডের ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে একটি প্রভাবশালী মহল জোর প্রচেষ্টা চালাচ্ছে। এলাকাবাসী ঘাতক ইব্রাহীম খলিলের ফাঁসির দাবি জানিয়েছে।
শিরোনাম:
রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।