কচুয়া প্রতিনিধি=
কচুয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জেসমিন বেগম (২৩) নামের এক গৃহবঁধূ নিহত ও ৩ জন আহত হয়েছে। আহতরা হচ্ছে- চান্দিনা উপজেলার নয়কান্দি গ্রামের শিশু কন্যা সামিয়া (২), আবুল হোসেন (৬০) ও রাশিদা আক্তার (২০)। গতকাল শুক্রবার বিকেলে কচুয়া পৌরসভাধীন কচুয়া-হাজীগঞ্জ সড়কের উপজেলা পরিষদের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। আহতরা বর্তমানে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ও কুমিল্লা ট্রমা সেন্টারে চিকিৎসাধিন রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চান্দিনার নবাবপুর এলাকার বাবুল হোসেন স্বপরিবার নিয়ে সিএনজি যোগে গতকাল শুক্রবার হাজীগঞ্জ থেকে কচুয়া হয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ডুমুরিয়া এলাকায় আসলে হাজীগঞ্জগামী একটি দ্রুতগামী ট্রলী ট্রাক্টর ওই সিএনজি স্কুটারের মুখমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজিতে থাকা যাত্রী জেসমিন বেগম মারা যায়। পরে স্থানীয় লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে প্রথমে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে কুমিল্লা ট্রমা হাসপাতালে নিয়ে যায়। ঘাতক ট্রলীর চালক পালিয়ে যায়। এদিকে খবর পেয়ে কচুয়া থানা পুলিশ নাম্বার বিহীন সিএনজি স্কুটার ও টলী ট্রাক্টরটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। অপরদিকে স্থানীয়রা জানিয়েছেন, বেপরোয়াভাবে ট্রলীটি চালানোর ফলে এ দুঃর্ঘটনা ঘটে। – See more
শিরোনাম:
শুক্রবার , ২১ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৭ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।