কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা: চাঁদপুরের কচুয়ায় সড়ক দুর্ঘটনায় নিত্ত লাল পাটিকর (৪৫) নামের ব্যবসায়ী নিহত ও তার ভাই প্রেমাচন্দ্র পাটিকর (৫০) নামে আরেক পথচারী আহত হয়েছে।
বুধবার সকাল ১০ টার দিকে কচুয়া-হাজীগঞ্জ সড়কের উপজেলা পরিষদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
সরে জমিনে গেলে স্থানীয়রা জানায়, কচুয়া পৌরসভাধীন কড়ইয়া গ্রামের গোপাল চন্দ্র পাটিকরের দুই ছেলে নিত্ত লাল পাটিকর ও প্রেমাচন্দ্র পাটিকর উপজেলা পরিষদ মিলনায়তনে সকালে পাটি বুনতে যায়।
সকাল ১০ টার দিকে নাস্তা খাওয়ার জন্য বাড়ি ফেরার পথে কচুয়া-হাজীগঞ্জ সড়কের উপজেলা পরিষদ মোড়ে আসলে হাজীগঞ্জ থেকে কচুয়ামুখী একটি মাইক্রোবাস তাদেরকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করলে সাচার এলাকায় থেকে কচুয়া থানার পুলিশ মাইক্রোবাসটি আটক করে থানায় নিয়ে আনে (ঢাকা মেট্রো-চ ৫২-০৩৫৭)।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নিত্ত লাল পাটিকরকে মৃত ঘোষণা করেন। তার ভাই প্রেমাচন্দ্র পাটিকর একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
চাঁদপুরনিউজ/এমএমএ/