কচুয়া প্রতিনিধি
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী চাঁদপুর-১ আসনের এমপি ড. মহীউদ্দীন খান আলমগীরের উপর অতর্কিত হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনায় কচুয়ায় প্রতিবাদ সভা শেষে ফিল্মি স্টাইলে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, দোকান পাট ভাংচুর করে দুর্বৃত্তরা। এ সময় চমক প্রাইভেট হাসপাতালের ব্যাপক ভাংচুর চালিয়ে ৩৫ লাখ টাকার যন্ত্রাংশ লুট করে নেওয়ায় প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কচুয়ার জামিয়া ইব্রাহীমিয়া উজানী মাদ্রাসায় গত বৃহস্পতিবার বিকেলে ওয়াজ মাহ্ফিলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর অংশগ্রহণ করতে গেলে মুসল্লিরা তাকে লক্ষ্য করে ইটপাটকেল, জুতা নিক্ষেপ করে। হেলমেট মাথায় দিয়ে পুলিশের সহযোগিতায় সেখান থেকে তিনি বেরিয়ে আসে। যাওয়ার পথে তার গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। এর প্রতিবাদে গতকাল শুক্রবার বিকেল ৪টায় কচুয়ায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কচুয়া উত্তর বাজার পল্টন ময়দানে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশ শেষে দুর্বৃত্তরা জামাত শিবিরের ব্যবসা প্রতিষ্ঠান টার্গেট করে ব্যাপক ভাংচুর করে। তারা সন্ধ্যার পর পর দলবল নিয়ে কচুয়ায় আল ফাতেহা দাখিল মাদ্রাসায় ভাংচুর করে ও কচুয়া-হাজীগঞ্জ সড়কে কড়ইয়া এলাকায় দিশারি কিন্ডারগার্ডেন ভাংচুর করে। তারপরই কচুয়া বিশ্বরোড চমক প্রাইভেট হাসপাতালে গিয়ে ব্যাপক তান্ডব চালিয়ে ভাংচুর করে ফিল্মি স্টাইলে হাসপাতালের সাড়ে ১৬ লাখ টাকা মূল্যের আল্ট্রাসনোগ্রাম মেশিন, ৯৬ হাজার টাকা মূল্যের এলসিডি টিভি, ১টি ল্যাপটপ ও একটি ডেস্কটপসহ ২০ লাখ টাকা মূল্যের অন্যান্য মেশিনারি লুট করে নিয়ে যায়। তারা হাসপাতালে চারপাশের গ্লাস চেয়ারটেবিল ভাংচুর চালিয়ে দায়িত্বরত কর্মকর্তাদের মারধর করে। হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ, বিএনপি ও জামাত রাজনৈতিকদলের নেতাকর্মীসহ ৮২ জন শেয়ার হোল্ডার নিয়ে চমক হাসপাতালের কার্যক্রম শুরু করে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের হামলার জের ধরে সরকার দলীয় নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে হাসপাতালটি জামাত শিবির দ্বারা পরিচালিত হচ্ছে সন্দেহে ভাংচুর করে। এ হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
শিরোনাম:
বুধবার , ২৬ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১২ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।